Right Forms of Verbs Rules with Examples. ইংরেজিতে Verb একটি গুরুত্বপূর্ন বিষয়। বাক্যে ব্যবহৃত verb-এর রূপ কি হবে বা verb এর কোন form-টি বসালে বাক্যটি শুদ্ধ হবে তা নির্ধারণের জন্য কিছু নিয়মকানুন আছে, যা Right form of verbs নামে পরিচিত।
Right
form of verbs-এর নিয়মাবলি : Subject ও Verb-এর মধ্যে সম্পর্ক অতি ঘনিষ্ঠ। Subject-এর
Person ও number দ্বারা Verb-এর
রূপ নির্ধারিত হয়। Subject ও
Verb-এর মধ্যকার এই সম্পর্ককে Subject- verb agreement বলা
হয়। Verb-এর সঠিক form এবং Subject ও
Verb-এর agreement জানা
না থাকলে সঠিক Sentence Construction করা
সম্ভব নয়।
আরও পড়ুন: paragraph
on the Benefits of Early Rising
Right form of verbs এর
নিয়মাবলি নিম্ন
তুলে ধরা
হলো-
v Subject যদি
Singular number হয় তবে
verb–টিও Singular number হবে
এবং Subject যদি
Plural number হয় তবে
verb–টিও Plural number হবে। যেমন-
Que : I (be) a service holder. (Singular)
Ans : I am a service holder. (Singular)
Que : They (be) very happy couple. (Plural)
Ans : They were
very happy couple. (Plural)
v Subject –এর
মূল শব্দ
অনুসারে verb বসে। মূলশব্দ
যদি Singular হয়
তবে Verb ও
Singular হবে এবং
মূলশব্দ যদি
Plural তবে Verb ও
Plural হবে।
যেমন-
Que
:
They quality of apples (be) good.
Ans : The quality of
apples is good.
Que
:
The number of students (be) present.
Ans : The number of student were present.
No comments:
Post a Comment